“২০১৯ সালে আমি একটি নতুন অথোরিটি সাইট বানাচ্ছি । এটি “অথোরিটি সাইট প্রোজেক্ট ২০১৯” এর তৃতীয় আপডেট । আগের দুইটা আপডেট এখানেঃ প্রথম আপডেট , দ্বিতীয় আপডেট ।
এছাড়া আমার একটা কিওয়ার্ড রিসার্চ ভিডিও আছে এখানে, দেখে ফেলুন সময় করেঃ
তো , কি-ওয়ার্ড রিচার্স নিয়ে আরেকটি আর্টিকেল শুরু করি 😀
আমি আপনাদের কথা জানি না , কিন্তু কি-ওয়ার্ড রিচার্স করা আমি মোটেও পছন্দ করি না ।
যদি আপনি ছোট ব্যবসায় চালান এবং লো-কম্পেটিটিভ কি-ওয়ার্ড চান তাহলে কি-ওয়ার্ড রিচার্স এখনও অনেক গুরুত্বপূর্ণ। কিন্তু আমার জন্য কি-ওয়ার্ড রিচার্স করার ধরন অনেক আগেই পাল্টে গিয়েছে।
২০১৬ এর দিকে পারফেক্ট কি-ওয়ার্ড রিচার্স বলে আমি বুঝতাম লো-কম্পেটিটিভ কি-ওয়ার্ড এর কম্বিনেশন এবং ভাল সার্চ ভলিওম। কিন্তু যখন ইন্টারনেট মার্কেটিং নিয়ে আমার অভিজ্ঞতা আস্তে আস্তে বাড়া শুরু করলো, তখন আমি বুঝলাম আমি পুরোপুরি সঠিক নয়।
২০১৯ এ কি-ওয়ার্ড রিচার্স কতটা গুরুত্বপূর্ণ?
উত্তর হবে এটি এখনও গুরুত্বপূর্ণ যদি আপনি ছোট ব্যবসায় পরিচালনা করেন।
কিছু উদাহরণের মাধ্যমে আপনাকে বুঝিয়ে বলি।
আমি ২০১৭ সালে একটি গল্ফ সাইট বানিয়েছিলাম। সাইট এড্রেস honestgolfers.com
সাইটটি খুব দ্রুত $৮০০/মাসে এর উপর আয় করা শুরু করলো এবং আমি $১৪০০০ সাইটটি বিক্রি করে দি।
আপনি যদি সাইটটির কিওয়ার্ড রিচার্স টি দেখেন, তাহলে আপনি খেয়াল করবেন আমি মেইনলি দুই ধরনের কিওয়ার্ড নিয়ে কাজ করেছিলাম। ২য় আপডেটে এই বিষয়ে বলেছি।
ওগুলো ছিলো মানি কিওয়ার্ড এবং সিঙ্গেল প্রডাক্ট রিভিউ কিওয়ার্ড। আমি আগের আপডেটে এই বিষয়ে বিস্তারিত বলেছি।
২০১৯ এ ফোকাস করে বানানো এই সাইটটির স্ট্রাটেজি একটু আলাদা।
আমি ওই দুরকমের কিওয়ার্ড ফোকাস তো করবই, পাশাপাশি আমার টার্গেট থাকবে ইনফরমেটিভ কিওয়ার্ড এর উপর।
ইনফরমেটিভ কিওয়ার্ড আপনাকে এফিলিয়েট কমশিন না দিলেও, আপনার সাইট টিতে খুব ভাল মানের ট্রাফিক এনে দিবে। যদিও ডিসপ্লে এড এর মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন।
আমার সাইটে ফোকাস থাকবে ইনফরমেটিভ কিওয়ার্ডে।
কারণ:
- এগুলো র্যাঙ্ক করতে সহজ।
- আউটরিচ করার সময় সাহায্য করে।
- ইনফো কিওয়ার্ড বেজড আর্টিকেল গুলো আপনার সাইটকে আরও অথোরিটি বানাবে।
- এই আর্টিকেল গুলোতে মানুষ বারবার আসে
- এছাড়াও এখন এডসেন্স এর অনেক বিকল্প আছে যারা আরও বেশি টাকা দে। (যেটি কয়েকবছর আগে ছিলো না)
এবং আমি এই প্রজেক্ট এর জন্য কিওয়ার্ড রিচার্স শেষ করলাম। প্রায় ১০০টির উপর ইনফরমেটিভ কিওয়ার্ড নিয়েছি এবং ২০০ টার মত এফিলিয়েট টাইপ কিওয়ার্ড নিয়েছি। যদিও আমার ফোকাস থাকবে ইনফরমেটিভ কিওয়ার্ড এ।
আপনি কোন কিওয়ার্ড টুল ব্যবহার করবেন?
আসলে এটি ম্যাটার করে না। আপনি Semrush, KW Finder, Keyword Revealer যেকোন টাই ব্যবহার করতে পারেন।
সব টুল ই নিচের ইনফরমেশন গুলা দে:
- কিওয়ার্ডের সার্চ ভলিয়ম
- প্রথম ১০ টি গুগল সার্চ রেসাল্টের ব্যাকলিঙ্ক,
ডোমেইন অথোরিটি, বয়স ইত্যাদি।
আপনি কিওয়ার্ড ডিফিকাল্টি নাম্বারটি না দেখলেও হবে৷ কেননা প্রতিটা টুলের অ্যানালাইজ করার ধরন আলাদা হওয়ার কারণে ডিফিকাল্টি নাম্বারে অনেক পার্থক্য দেখা যায়।
এই ভিডিও টি দেখতে পারেন:
আমি যখন এই অথোরিটি সাইটের জন্য কিওয়ার্ড রিসার্চ করেছিলাম। আমি শুধু দুটা ব্যপার দেখেছিলাম।
এক, কিওয়ার্ডগুলো কি এফিলিয়েট এবং ইনফরমেটিভ টাইপের মধ্যে পড়ে নাকি।
দুই, সার্চ ভলিয়ম মাসে ১০০ এর উপর নাকি।
যদি দুটা ব্যপারই ঠিক থাকে তাহলে কিওয়ার্ড টা নি, আর না থাকলে নি না।
ব্যাপারটা খুব সহজ, যদি আপনি বুঝতে পারেন
এখন পর্যন্ত আমাদের খরচ
– ডোমেইন এবং হোষ্টিং: $50
– থিম: $49 (Themeforest)
– লোগো: $5 (Fiverr)
– প্যাসিভ জার্নাল থেকে কন্টেন্ট: $৫৪০
এই পর্যন্ত আমার আয়:
এখন পর্যন্ত $0
আজকে এতটুকুই। কিওয়ার্ড রিচার্স নিয়ে আপনার কোন প্রশ্ন আছে? জানান কমেন্টে। আমি উত্তর দিয়ে দিবো 🙂
Thank you so much
🙂
মোটামুটি কত খরচ হতে পারে একটা অথরিটি সাইট বানাতে?আর কেমন সময় লাগবে মোটামুটি মানের ইনকামে যেতে?
Thanks for post.
It’s not Fiver, It’s fiverr
Thanks 🙂
Vaiya ami keyword reviler Use kori. Video ta amar dharina oalte diyeche onek donnobad.
🙂
করবো করবো করে এখনো keyword research টাই এখনো শুরু করতে পারলামনা । আমার মনে হচ্ছে এটাই সবচেয়ে কঠিন কাজ। আমার problem হচ্ছে আমি আসলে product select করতে পারছিনা । Amazon এর কোন product টা নিয়ে কাজ করবো এটাই বুঝতে পারছিনা।কোন product এর commission percentage কত? কোন product টা নিলে আমি একটা সেমি অথোরিটি সাইট বানাতে পারবো ? এইসব ব্যাপারগুলো নিয়ে আমি আসলেই confused । Farhan Bhai, আপনি যদি আমাকে পারসোনালি একটু guide line দিতেন ।
Love you brother . Thanks a lot
What’s affiliate keywords?