যদি আপনি না জেনে থাকেন, ২০১৯ কে লক্ষ্য করে আমি একটি নতুন একটি সাইট বানাচ্ছি (২০১৮ এর শেষ দিকে শুরু করেছিলাম) । আসলে অনেকদিন সাইট বানানো হয় নি। অনেকদিন পর অ্যাফিলিয়েট এর জগতে আসলাম। মজা হবে! 😀
প্রথম আপডেট এখানে !
আমার মনে হয় সাইটের প্রথম আপডেটে আমি অনেক কিছু দ্রুত কভার করেছি। তাই এই পার্টে এই প্রজেক্ট নিয়ে একটু বিস্তারিত বলতে চাই।যদিও এই সময়ে বড় পোষ্ট তেমন কেউই পছন্দ করে না।
যদিও আমি আগে আপনাদের অনেক কৌশল সম্পর্কে বলেছিলাম ।এই আর্টিক্যালে আমি আরও কিছু কলাকৌশল নিয়ে আলোচনা করেছি,যা আপনাদের আরও সাহায্য করবে আশা করি।
এই পর্যন্ত যা যা করলাম:
নেমচিপ থেকে ডোমেইন-হোস্টিং নিয়ে সাইট লাইভ করলাম। একটা কমন নিশে কি-ওয়ার্ড রিচার্স করলাম।
আমি এখন এটা সম্পর্কে বিস্তারিত বলছি না , কিন্তু কথা দিচ্ছি ১০০০ ডলার /মাসে আসা শুরু করলে আপনাদেরকে সাইটের URL দেওয়া হবে।
সাইট বানানো এবং তা থেকে আয় করা অতটা কঠিন কোন কাজ না ।
স্টেপ গুলা হলো:
- একটি সাইট বানাবেন
- কন্টেন্ট দিবেন
- গুগল এর ফার্স্ট পেইজে রাঙ্ক করবেন
- তারপর অ্যাফিলিয়েট কমিশন, এডভারটিসমেন্ট(বেশিরভাগ ডিস্পে এড), ইনফো প্রডাক্ট ইত্যাদি এর মাধ্যমে আয় করবেন।
যেভাবে এই প্রোজেক্ট এর জন্য আমি কি-ওয়ার্ড রিচার্স করলাম
এই প্রজেক্টের কি-ওয়ার্ড রিচার্সের এর জন্য আমি আলাদা কৌশল ব্যবহার করেছি , এরকম আগে কখনই করা হয়নি। আমি কন্টেন্টের জন্য প্রায় ৩০০টি কি-ওয়ার্ড বাছাই করেছি।
বেশিরভাগ ক্ষেত্রে আমি আপনাদের এরকম করতে মানা করবো, কেননা একটি নিশে ৩০০ কি-ওয়ার্ড বাছাই করা কখনই সম্ভব না যদি আপনি বিশাল একটি নিশ যেমন:স্পোর্টস নিয়ে কাজ না করেন।
যেসব কি-ওয়ার্ড নিয়ে কন্টেন্ট লিখা যাবে, ওরকম সকল কি-ওয়ার্ড বাছাই করেছি। বেশিরভাগ এর সার্চ-ভলিউম ১০০-২০,০০০ এর মধ্যে
আমি তিন ধরণের কি-ওয়ার্ড বাছাই করেছি:
– পিলার অ্যাফিলিয়েট কি-ওয়ার্ড
– ইনফরমেটিভ কি-ওয়ার্ড
– সিঙ্গেল প্রডাক্ট কি-ওয়ার্ড
পিলার অ্যাফিলিয়েট কি-ওয়ার্ড
বেশিরভাগ পিলার অ্যাফিলিয়েট কি-ওয়ার্ড এর সার্চ-ভলিউম মাসে ৪০০-৪০০০ ছিল। পিলার কি-ওয়ার্ড
হল মানি কি-ওয়ার্ড, যে কি-ওয়ার্ড গুলো মানুষ কিছু কেনার জন্য ব্যাবহার করে
যেমন: Best cat food or cat food review
মানুষ তখনই কোন পণ্যের আগে best/review টাইপ মডিফাইয়ার ব্যবহার করে,যখন সে ঐ পণ্যগুলো কিনতে চাই ।
আমার পরিকল্পনা হলো এই ধরণের কি-ওয়ার্ড গুগলে রেঙ্ক করিয়ে মানুষকে Amazon এ পাঠানো এবং তার মাধ্যমে কমিশন আয় করা।
ইনফরমেটিভ কি-ওয়ার্ড
এই ধরণের কি-ওয়ার্ডগুলো মানুষ সাধারণত ইনফর্মেশন এর জন্য সার্চ করে।যেমন: How to prepare green smoothie.
ইনফরমেটিভ কি-ওয়ার্ডগুলোর সার্চ-ভলিউম সাধারণত ২০০/মাস হলে আমি ঐ কি-ওয়ার্ডগুলো নিয়ে কাজ করি।
তারপরের পরিকল্পনা হলো ইনফরমেটিভ কি-ওয়ার্ড গুলো রেঙ্ক করিয়ে Dispaly ad এর মাধ্যমে আয় করা এবং লিঙ্ক-বিল্ডিং এর জন্য এই কি-ওয়ার্ডগুলো ব্যবহার করা হবে।
সিংগেল প্রডাক্ট কি-ওয়ার্ড
এই ধরণের কি-ওয়ার্ডগুলো নির্দিষ্ট একটি প্রডাক্টের উপর নেওয়া হয়।যেমন: best cat food এর বদলে এটি হবে “royal canin cat food review” ।এই ধরনের কি-ওয়ার্ডের সার্চ-ভলিউম পিলার কি-ওয়ার্ড থেকে কম হয়ে থাকে এবং রেঙ্ক করা অনেকটা সহজ।
আমি এই প্রজেক্টের জন্য ১০০ প্রডাক্ট রিভিউ করবো ।
আমি ইতিমধ্যে ৩০,০০০ ওয়ার্ডের কন্টেন্ট এর জন্য প্যাসিভ জার্নালে অর্ডার দিয়েছি।
অর্ডারগুলো হলো :
- ৫ টি পিলার আর্টিক্যাল(মোট ২৫,০০০ ওয়ার্ড)
- ৫ টি সিঙ্গেল প্রডাক্ট আর্টিক্যাল(মোট ৫০০০ ওয়ার্ড)
ইনফরমেটিভ কি-ওয়ার্ড ও অর্ডার দেয়া উচিত ছিল কিন্তু আমার প্ল্যান হলো কিছু আয় হওয়ার পরে তা আবার ইনভেষ্ট করা।
যদি কিছু সপ্তাহের পর কোন পরিবর্তন লক্ষ্য না করি তাহলে প্ল্যান পরিবর্তন করতে পারি।
এই পর্যন্ত আমার ব্যয়সমূহ:
– ডোমেইন এবং হোষ্টিং: $50
– থিম: $49 (Themeforest)
– লোগো: $5 (Fiver)
– প্যাসিভ জার্নাল থেকে কন্টেন্ট: $৫৪০
এই পর্যন্ত আমার আয়:
এখন পর্যন্ত $0
আজ এতটুকুই।
আমি চেষ্টা করবো সাইটের আপডেট নিয়মিত দেওয়ার। আপনি যদি আপডেট ফলো করে থাকেন তাহলে কমেন্ট করতে পারেন যেটি আমাকে নিয়মিত পোস্ট করার জন্য উৎসাহিত করে ।
ধন্যবাদ!
Superb
🙂
$৫৪০ for content? too much for starter!
lot of helpfull info lot of tnx bro
🙂
Vai niche siter jnno ki ki keyword research korbo? Koto gula keyword nite hobe?
ভাইয়া ইনফরমেটিভ কন্টেট ছাড়া তো আমাজন আ্যপ্রুভ করবে না। গুগলে কি সাইট কে ভ্যালু দিবে, শুধুমাত্র এফিলিয়েট কন্টেট কে?
ধন্যবাদ আপনার আপডেট দেওয়ার জন্য।
🙂
Excellent buddy! I appreciate you. I go ahead will got success bring something new ideas for us.
🙂
কিওয়ার্ড রিসার্চতো নেই, আছে কিওয়ার্ডের ধরন বা টাইপ- মানে হলো তিন সেট কিওয়ার্ড
Niomito post koray amadayr pasay rakhun 🙂 … Thanks vaio 🙂
🙂
darun.. continue raken
khuv agroho ki hoy janar jnno,
ami agate chai, but keyword niye ekno confusion aro research dorkar amar,
kivabe kinbo content passive journal theke bolben,
Vai i want to know pillar article.
পরবর্তী আপডেট এর অপেক্ষায় থাকলাম।
Best of luck
I’m following ……..